Who we are

ইথিক্যাল জার্নালিজম প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা

জনমানুষের জানার অধিকার

গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সমাজ ও রাষ্ট্রে জনমানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ। একে এগিয়ে নেয়ার জন্য সাংবাদিকদের কর্তব্য হচ্ছে সব ঘটনা ও বিষয়ের সুষ্ঠু ও সার্বিক বিবরণের তালাশ করা এবং তা জনমানুষের জন্য সরবরাহ করা। পেশাদার সাংবাদিক হিসেবে জনমানুষকে তথ্য সরবরাহের এ কর্তব্যে আমরা প্রাণান্ত প্রচেষ্টায় লিপ্ত। সাংবাদিক হিসেবে আমাদের নির্ভরযোগ্যতার ভিত্তি হচ্ছে পেশাগত নীতির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার। ফলে আমাদের পেশাগত নীতি ও চর্চার মান হিসেবে আমরা এ ঘোষণা করছি;

—-

প্রকৃত অবস্থার অনুসন্ধান ও প্রকাশ

তথ্য সংগ্রহ, পেশ করা ও ব্যাখ্যা করার ক্ষেত্রে সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ, সুষ্ঠু ও সাহসী; ফলে প্রত্যেক সাংবাদিকের উচিত;

১. সব সূত্রের থেকে পাওয়া তথ্যের যথার্থতা পরীক্ষা করা এবং অনিচ্ছাকৃত ভুল এড়াতে সতর্কতার চর্চা করা। কখনোই সচেতন তথ্য বিকৃতি নয়।

২. অভিযোগের জবাব দেয়ার সুযোগ দিতে সংশ্লিষ্টদের কাছে পৌঁছাতে যতটা দরকার ততটা অধ্যাবসায়ের সঙ্গে পরিশ্রম করা।

৩. বাস্তবায়নযোগ্য ক্ষেত্রে সূত্রের পরিচয় শনাক্ত করা। সূত্রের পরিচয় ও নির্ভরযোগ্যতা সম্পর্কে যথাসম্ভব বেশি তথ্য জনমানুষের প্রাপ্য।

৪. কোনো সূত্রকে তার পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেয়ার আগে তার অভিপ্রায় যাচাই করা। তথ্যের বিনিময়ে সূত্রকে দেয়া যেকোনো প্রতিশ্রুতির শর্তগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেয়া। প্রতিশ্রুতি পালন করা।

৫. খবরের শিরোনাম, টিজার, প্রমোশনাল, ছবি, ভিডিও, অডিও, গ্রাফিকস, সাউন্ড বাইটস এবং উদ্ধৃতি যাতে বিভ্রান্তি তৈরি না করে, তা নিশ্চিত করা। এগুলো বেশি সরলীকৃত না করা। এগুলো যাতে প্রেক্ষাপটের বাইরের কোনো তথ্যকে উল্লেখযোগ্যভাবে তুলে না ধরে, তা নিশ্চিত করা।

৬. ছবি ও ভিডিওর বিষয়বস্তু বিকৃত করা কখনোই নয়।

৭. কারিগরি স্পষ্টতার স্বার্থে ছবির এনহান্সমেন্ট হতে পারে। মন্টেজ ও ইলাস্ট্রেশনের ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

৮. বিভ্রান্তি তৈরি করতে পারে এমন রিএনাক্টমেন্ট ও স্টেজড নিউজ ইভেন্ট না করা। কোনো ঘটনা তুলে ধরতে একান্তই রিএনাক্টমেন্টের দরকার পড়লে তা স্পষ্টভাবে উল্লেখ করা।

৯. প্রচলিত প্রত্যক্ষ পদ্ধতিতে জনগুরুত্বপূর্ণ কোনো তথ্য সংগ্রহ অসম্ভব হয়ে পড়ার ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে পরিচয় গোপন করে বা যেকোনো পরোক্ষ পদ্ধতিতে তথ্য সংগ্রহের চেষ্টা না করা। পরিচয় গোপন করে তথ্য সংগ্রহ করলে তা কাহিনিীতে উল্লেখ করা।

১০. কখনোই অনুকৃতি না করা।

১১. কাহিনীতে মানুষের সাংস্কৃতিক মূল্যবোধগুলো স্পষ্ট করা এবং সেসব মূল্যবোধ অন্যদের ওপর না চাপানো।

১২. যদি অজনপ্রিয়ও হয়, তারপরও মানুষের অভিজ্ঞতার বৈচিত্র ও ব্যাপ্তির বিশালতার কাহিনী তুলে ধরা।

১৩. জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, নৃতত্ত্ব, বয়স, ভূগোল, প্রতিবন্ধিত্ব, শরীর ও সামাজিক মর্যাদা ভিত্তি করে কোনো ব‌্যক্তি বা ব্যক্তিদের ব্যাপারে গৎবাঁধা বক্তব্য না দেয়া।

১৪. মতের মুক্ত বিনিময় সমর্থন করা, যদি তা মানুষের অপছন্দেরও হয়।

১৫. যাদের কথা বলবার সুযোগ নেই, তাদের কথা বলতে দেয়া। তথ্যের কর্তৃপক্ষীয় ও অকর্তৃপক্ষীয় দুই ধরনের সূত্রই গ্রহণযোগ্য।

১৬. সমর্থনমূলক লেখা ও সংবাদ প্রতিবেদনের মধ্যে স্বাতন্ত্র বজায় রাখা। বিশ্লেষণ ও মন্তব্যের ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করা; এসবে যাতে প্রকৃত অবস্থা, তথ্য ও প্রেক্ষিতের বিকৃতি না ঘটে তা নিশ্চিত করা।

১৭. বিজ্ঞাপনের থেকে খবরের স্বাতন্ত্র বজায় রাখা। এ দুয়ের মধ্যকার স্বাতন্ত্র ম্লান করে দেয় এমন সংকর পরিত্যাগ করা।

সম্পর্ক

পেশাগত নীতিতে অনুগত সাংবাদিকরা সবসময়ই তাদের সংবাদ সূত্র, খবর সংশ্লিষ্ট ব্যক্তি-গোষ্ঠি-প্রতিষ্ঠান এবং সহকর্মীদের সঙ্গে শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে আচরণ করে।

—-

স্বাধীনভাবে পেশাচর্চা করা

জনমানুষের জানার অধিকারের স্বার্থ থেকে ভিন্ন যে কোনো স্বার্থের সংশ্লিষ্টতা পরিহার করা।

—-

জবাবদিহি করা

পাঠক, শ্রোতা, দর্শক ও সহকর্মীদের কাছে সাংবাদিকের জবাবদিহিতা থাকতে হবে।

—-

এসব পেশাগত নীতি এখনো প্রস্তাব আকারে রয়েছে। নেটওয়ার্কে যুক্ত সাংবাদিকদের মত ও অমতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। ফলে সুনির্দিষ্ট ও সুবিন্যস্তভাবে মতামত দিতে উৎসাহিত করা হচ্ছে।

 

Organization Overview

A society registered under Society Registration Act, 1860

Description

Join The Network: We are a network of journalists, writers, researchers and creatives working to change the way information flows and to bring the media along a ethical line.

Spread The Word: Please spread the word about the network by blogging, tweeting, posting on a social network, or emailing a relevant mailing list. You can also share our web address or this Facebook page.

Say Your Code: In our website we have put a mere proposal for code of professional ethics. It will be finalized according to opinion of the members in the network. So, have your say!
General information

A society of Bangladesh based journalists committed to professional ethics, and we work to save and flourish Democracy, Human Rights and Environment.